Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্দোনেশিয়ায় পাপুয়াপন্থী বিক্ষোভ দমনে পানি কামান ব্যবহার

| প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইন্দোনেশিয়ায় পাপুয়ার সংঘাতপূর্ণ পূর্বাঞ্চলে বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ পানি কামান ব্যবহার করেছে। এ অঞ্চলে জাকার্তার শাসনের বিরুদ্ধে অনুষ্ঠিত বিক্ষোভ চলাকালে অনেককে আটক করা হয়। পাপুয়ার ১৯৬১ সালের স্বাধীনতা ঘোষণার বার্ষিকী পালনে জাকার্তায় প্রায় দেড়শ’ বিক্ষোভকারী সমাবেশ করে। এর দু’বছর আগে ইন্দোনেশিয়া সাবেক উপনিবেশিক শাসক নেদারল্যান্ডের কাছ থেকে এ অঞ্চলের নিয়ন্ত্রণ গ্রহণ করে। বিদ্রোহীরা তার পর থেকেই জাকার্তার শাসনের বিরুদ্ধে লড়াই করে আসছে। কেন্দ্রীয় সরকার সামরিক ও পুলিশ বাহিনী দিয়ে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এ অঞ্চলের ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে। সেখানে বিক্ষোভকারীরা পাপুয়া মুক্তÑ এমন কথা বলে শ্লোগান দেয়। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ব্যাপক অভিযান শুরু করে। পুলিশের বাধা উপেক্ষা করেই বিক্ষোভকারীরা নানা শ্লোগান দিতে থাকে। সেখানে বিক্ষোভে অংশ নেয়া লোকজনের অধিকাংশ ফ্রি পাপুয়া অর্গানাইজেশন অ্যান্ড দি পাপুয়া স্টুডেন্ট অ্যালায়েন্সের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। চেকো নামের এক বিক্ষোভকারী বলেন, এই আন্দোলনে আমাদের অনেক লোক নিহত এবং অনেক গ্রেফতার হয়েছে।  রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ