Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

ত্রিপোলিতে বিবদমান মিলিশিয়া গ্রুপের মধ্যে সংঘর্ষে নিহত ৭

| প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ত্রিপোলিতে প্রতিদ্বন্দ্বী দুটি মিলিশিয়া গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ৭ জন নিহত হয়েছে। দেশটির গণমাধ্যমে একথা বলা হয়েছে। বার্তা সংস্থার সাংবাদিকরা রাজধানীর দক্ষিণে বন্দুকের গুলির ও বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। গত বৃহস্পতিবার রাস্তায় ট্যাংক, ট্রাক ও ভারী অস্ত্র দেখা গেছে। তবে তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। মৃতের সংখ্যা সম্পর্কে নিশ্চিতভাবে জানা সম্ভব হয়নি। বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় গ্রুপের সমন্বয়ে গঠিত একটি জোট ত্রিপোলি নিয়ন্ত্রণ করছে। প্রায় প্রতিদিনই তাদের মধ্যে সংঘর্ষ ঘটে। লিবিয়ায় ২০১১ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে দেশটির সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতা থেকে উচ্ছেদের ৫ বছর পেরিয়ে গেলেও দেশটিতে এখননো রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। দেশটিতে মিলিশিয়া ও দুটি প্রতিদ্বন্দ্বী সরকারের মধ্যে শাসন ক্ষমতাকে কেন্দ্র করে বিরোধ চলছে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ