Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাইতিতে সংবিধান সংস্কার ও দুর্নীতি দমনের অঙ্গীকার নতুন প্রেসিডেন্টের

| প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : হাইতির প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী জোভেনেল মোইজ আগামী বছর ক্ষমতা গ্রহণের পর সংবিধান সংস্কার ও দুর্নীতি দমনের অঙ্গীকার করেছেন। মোইজ ২০ নভেম্বরের ভোটে প্রাথমিক ফলাফলে সংখ্যগরিষ্ঠতা অর্জন করেছেন এবং তার প্রতিদ্বন্দ্বির চেয়ে ২৫ শতাংশেরও বেশি ব্যবধানে এগিয়ে আছেন। দেশটিতে রাজনৈতিক ও অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনার অঙ্গীকার করে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েছিলেন।
কেউ যদি এ ফলাফলকে জোরালোভাবে চ্যালেঞ্জ না করেন, তাহলে দ্বিতীয় দফা ভোট গ্রহণের আর প্রয়োজন হবে না এবং মোইজ-ই হবেন দেশটির পরবর্তী প্রেসিডেন্ট। এই নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা হবে আগামী ২৯ ডিসেম্বর। আগামী ফেব্রুয়ারিতে পূর্বসূরী মাইকেল মার্টলি ক্ষমতা ত্যাগ করার পর মোইজ অন্তর্বর্তী সরকারের কাছ থেকে ক্ষমতা নেবেন। বিরোধীরা নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ আনলেও দেশটিতে বর্তমানে যে ব্যাপক মুদ্রাস্ফীতি ও বেকারত্ব চলছে, এ অবস্থায় তিনি চ্যালেঞ্জের মুখোমুখি হবেন না বলেই মনে করা হচ্ছে। এক সাক্ষাৎকারে মোইজ বলেন, জনগণের এই রায়কে তিনি সংবিধান সংশোধন এবং দেশে স্থিতিশীলতা আনতে ও দুর্নীতি রোধে প্রাতিষ্ঠানিক সংস্কারের কাজে ব্যবহার করবেন। মোইজ বলেন, আমরা এখন গণতন্ত্রায়নের পথে। গণতন্ত্রের ভিত নির্মাণ করছি। অস্বস্তিকর বিষয়গুলো সঙ্গে নিয়ে কখোনোই গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ