Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশ্মীর প্রশ্নে ট্রাম্প মধ্যস্থতা করতে চাইলে স্বাগত জানাবে ইসলামাবাদ

| প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যদি কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের প্রস্তাব দেন তাহলে তাকে স্বাগত জানাবে ইসলামাবাদ। গত বুধবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া এ কথা বলেন। তিনি বলেন, প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানের সময় ট্রাম্প বেশ কয়েকবার কাশ্মীর পরিস্থিতি নিয়ে ভারত ও পাকিস্তানের মাঝে সৃষ্ট উত্তেজনা নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালনের প্রস্তাব দিয়েছেন। এখন তিনি ভূমিকা পালন করতে চাইলে তাক স্বাগত জানানো হবে। উল্লেখ্য, গত বুধবার যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সাথে টেলিফোনে কথা বলার সময় পাকিস্তানের সমস্যা সমাধানে ভূমিকা রাখার ইচ্ছা প্রকাশ করেন। তিনি এ সময় পাকিস্তানকে একটি চমৎকার সম্ভাবনাময় দেশ হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী নওয়াজের নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি তাকে ‘টেরিফিক গাই’ বলে অভিহিত করলেও তাকে একজন অসাধারণ মানুষ হিসেবে আখ্যায়িত করেন। বুধবারের ট্রাম্পের সঙ্গে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের এই টেলিফোন আলাপ প্রসঙ্গে নাফিস জাকারিয়া জানান, নিতান্তই সৌজন্যতার খাতিরে প্রধানমন্ত্রী টেলিফোন করেছিলেন। তিনি বলেন, যদি ট্রাম্প পাকিস্তান সফরে আসেন তাহলে ইসলামাবাদ তাকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে। পাশাপাশি ইসলামাবাদ এবং ওয়াশিংটনের সম্পর্ক ইতিহাসের নিরিখে বিচার করতে হবে বলেও মন্তব্য করেন পাকিস্তানের এ মুখপাত্র। ভারতে অনুষ্ঠেয় হার্ট অব এশিয়া সম্মেলনে পাকিস্তানের প্রতিনিধিদলের যোগ দেয়া প্রসঙ্গে নাফিস জাকারিয়া বলেন, পাকিস্তান এ সম্মেলনে যোগ দিচ্ছে কারণ আমরা আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় আমাদের দায়িত্ব পালন করতে চাই। পার্স টুডে, ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ