Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

বঙ্গবন্ধুকে নিয়ে লিসা কালামের ১০০ গান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

সঙ্গীতশিল্পী লিসা কালাম তার কৈশোর থেকেই বঙ্গবন্ধুকে নিয়ে গান করে আসছেন। বলা যায়, তার শিল্পীজীবনের পুরোটাই কেটেছে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত গান গেয়ে। এর মধ্যে তিনি বঙ্গবন্ধুকে নিয়ে গেয়েছেন ১০০টি গান। তার এই গানের সংকলনের মোড়ক উন্মোচন করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। গত বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে লিসা কালাম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. জাহাঙ্গীর আলম ও লিসা কালামের বাবা আবুল কালাম বক্তব্য রাখেন। শিল্পী আসফ-উদ-দৌলা, সাংবাদিক ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী লিসা কালামকে বঙ্গবন্ধুর ওপর একশ’ গান গাওয়ার জন্য ধন্যবাদ ও অভিনন্দন জানান। প্রত্যেকটি গানের ইংরেজি অনুবাদ করা ও কয়েকটি গান ইংরেজিতে গাওয়া বিষয়টিকে নতুন মাত্রা দিয়েছে বলে তিনি মনত্ব্য করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর ওপর অগাধ মমত্ববোধ ও শ্রদ্ধা না থাকলে এটি সম্ভব হতো না। তিনি বলেন, শিল্পী লিসা কালাম বঙ্গবন্ধুর ওপর যেমন গান গাইবেন, তেমনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সমাজের অবহেলিত মানুষের জন্য ও সমাজের অসঙ্গতি নিয়ে গাইবেন এবং সেই গানগুলো মানুষকে জাগ্রত করবে বলে আমি আশা করি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধুকে নিয়ে লিসা কালামের ১০০ গান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ