Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতকে বলেছি শেখ হাসিনা সরকারকে টেকাতে করণীয় সব করতে: পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২২, ১০:৩২ এএম

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘ভারতে গিয়ে আমি বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। শেখ হাসিনা আমাদের আদর্শ। তাঁকে টিকিয়ে রাখলে আমাদের দেশ সত্যিকার অর্থে সাম্প্রদায়িকতামুক্ত একটি দেশ হবে। তাই আমি ভারতকে শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে যা যা করা দরকার সেটি করতে বলেছি।’

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম নগরীর জেএম সেন হলে আয়োজিত জন্মাষ্টমীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মোমেন এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে কিছু দুষ্টু লোক আছে, কিছু উগ্রবাদী লোক আছে। আমার দেশ সারা পৃথিবী থেকে আলাদা কোনো দেশ না। আপনার দেশে যখন অসুবিধা হয়, আমরা চুপ করে থাকলে দুষ্টু লোক খবর পায়। আপনাদের দেশে সম্প্রতি একজন মহিলা কী একটা কথা বলেছেন। এ ঘটনায় অনেক দেশ কথা বলেছে, কিন্তু আমরা ছোট একটা শব্দও উচ্চারণ করিনি। কারণ আমরা যদি একটু বলি তাহলে আমাদের এসব উগ্রবাদীরা আরও বেশি বেশি বলবে। এতে আইনশৃঙ্খলা বিঘ্নিত হবে। স্থিতিশীলতা নষ্ট হবে। সে জন্য আমি ভারতবর্ষকে বলেছি, আমরা এমনভাবে কাজ করব, যাতে কোনো ধরনের কোনো উসকানিমূলক ব্যবহারকে আমরা কখনো প্রশ্রয় দেব না। এটি করলে ভারত এবং আমাদের উভয়ের জন্য মঙ্গল।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘অনেকে আমাকে ভারতের দালাল বলে। কারণ অনেক কিছু হয়, আমি স্ট্রং স্টেটমেন্ট দিই না। কিন্তু আমারও একটা সাংবিধানিক এলাকা আছে। আমি তো সেটি অস্বীকার করতে পারি না। কেউ যখন আমার এলাকার লোককে বলে কীটপতঙ্গ, তখন আমি সহ্য করতে পারি না। এটাতো সত্যি কথা না, মিথ্যে কথা। সে জন্য আমি বলেছি, উনাদের জ্ঞানের পরিধি বাড়ানো দরকার। আমি কি কোনো ভুল করেছি? কিন্তু এটা ফুলায়ে ফালায়ে বিভিন্নভাবে বিকৃত করে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে।’

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, আপনারা মনে করবেন না আপনারা সংখ্যালঘু। আপনারা এ দেশের নাগরিক, সমান অধিকার। সুতরাং আপনারা আপনাদের অধিকার অবশ্যই অর্জন করবেন। এ বিষয়ে আপনাদের সহযোগিতা করার জন্য আমি আছি। আমরা এমন একটি সমাজ বিনির্মাণ করতে চাই, যেখানে উগ্রবাদ, জঙ্গিবাদ থাকবে না।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পররাষ্ট্রমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ