পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, বাংলাদেশে কিছু রোহিঙ্গা প্রবেশ করেছে। মানবিক কারণে কিছু রোহিঙ্গাকে আশ্রয় দেয়া হচ্ছে। তাদের জীবন রক্ষা করতেই এ আশ্রয় দেয়া হয়েছে। মিয়ানমারের পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
গতকাল সকালে মিরপুরে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান।
মিয়ানমারের রাখাইনে সেনা নির্যাতনের কারণে ২ মাসে ১০ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এ ব্যাপারে জানতে চাইলে মন্ত্রী বলেন, কতজন রোহিঙ্গা দেশে প্রবেশ করেছে এর সঠিক কোনো পরিসংখান জানা নেই। তবে কিছুতো প্রবেশ করেছেই।
সংস্থাটির শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলছে, বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি রাখাইনে বিরূপ পরিস্থিতির কারণে রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের সংখ্যা দিন দিন বাড়ছে। এর আগে রোহিঙ্গা মুসলমানরা রাখাইনে মানবতাবিরোধী অপরাধের শিকার হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে জাতিসংঘ।
মন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যা মিয়ানমারের নিজস্ব সমস্যা। এটা বাংরাদেশ সরকার বার বারই বলে আসছে। এ সমস্যা মিয়ানমার সরকারকেই নিরসন করতে হবে।
হাক্কানী আঞ্জুমানের ধর্মীয় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী
এদিকে গতকাল সকালে রমনা পার্কসংলগ্ন ইনস্টিটিউশন ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এর মিলনায়তনে হাক্কানী আঞ্জুমানের এক ধর্মীয় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বশান্তির জন্য হযরত সুফি মুফতি আজানগাছী (রহঃ)-এর আদর্শে উদ্বুব্ধ হয়ে ধর্ম-গোত্র নির্বিশেষে ¯্রষ্টার আরাধনা করতে পারলে অচিরেই জঙ্গিবাদের অবসান হবে। তিনি বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য ধর্মীয় শিক্ষার প্রয়োজন।
দেশের প্রধান ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও ধর্মগুরুসহ আজানগাছী (রাহ:)-এর হাজার হাজার মুরিদান ও ভক্তের উপস্থিতিতে এবং হাক্কানী আঞ্জুমান বাংলাদেশ-এর সভাপতি আলহাজ্ব ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রার্থনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকার দলীয় সাবেক হুইপ জনাব সাগুফতা ইয়াসমীন এমপি, প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী প্রফেসর ড. শমসের আলী, ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বধর্মতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড. কাজী নূরুল ইসলাম, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, জাতীয় বধির সংস্থার সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রতিনিধি স্বামী স্থিরানন্দ, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ এবং ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের প্রতিনিধি বদন্ত করুণানন্দ ভিক্ষু, বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কৃতি সমিতির সভাপতি অধ্যাপক হীরেন্দ্রনাথ বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বধর্মতত্ত্ব ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফাদার তপন ডি রোজারিও, ঋষু কোষি কাই জাপান-এর ব্রাঞ্চ মিনিস্টার রেভারেন্ড মিতসুইউকি আরিতিমি প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।