Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৪০ বলেই আফগানদের উড়িয়ে দিল আইরিশরা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২২, ১০:৫৪ এএম | আপডেট : ১১:০০ এএম, ১৮ আগস্ট, ২০২২

সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ৪০ বলেই ৭ উইকেটে আফগানদের উড়িয়ে দিয়েছে আইরিশরা। বৃষ্টির কারণে ম্যাচের দ্বিতীয় ইনিংসের দৈর্ঘ্য কমে করা হয় মাত্র ৭ ওভার। অর্থাত তথা ৪২ বলে। সেই ৪২ বলের লড়াইয়ে দুই বল হাতে রেখেই আফগানিস্তানকে হারিয়ে ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে আয়ারল্যান্ড।

বেলফাস্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব মাঠে বৃষ্টিবিঘ্নিত সিরিজ নির্ধারণী ম্যাচে ১৫ ওভারে ৫ উইকেটে ৯৫ রান করেছিল আফগানিস্তান। পরে বৃষ্টি নামলে আইরিশদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৭ ওভারে ৫৬ রানের। মাত্র ৩ উইকেট হারিয়ে ৬.৪ ওভারেই সে লক্ষ্যে পৌঁছে গেছে স্বাগতিকরা।

এ জয়ের সুবাদে দ্বিতীয়বারের মতো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতার স্বাদ পেলো আয়ারল্যান্ড। গতবছর জিম্বাবুয়ের বিপক্ষেও ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছিল তারা। সবমিলিয়ে চতুর্থ দ্বিপাক্ষিক সিরিজ জিতলো আইরিশরা। এছাড়া ড্র করেছে সাতটি সিরিজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ