Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জন্মদিনে কার্লসেনের হ্যাটট্রিক

| প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : দিনটি ছিল তার ২৬তম জন্মদিন। আর সেই বিশেষ দিনে নিজেক নিজেই বিশেষ এক উপহার দিলেন মাগনাস কার্লসেন। স্নায়ুর চাপ সামলে প্লে অফ জিতে তৃতীয়বারের মতো দাবার বিশ্বসেরা হলেন নরওয়ের এই তারকা খেলোয়াড়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহ্যাটনের প্লাজা হোটেলের বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে কার্লসেন আর রাশিয়ার প্রতিপক্ষ সের্গেই কারইয়াকিনের সঙ্গে ১২ রাউন্ডের লড়াই দারুণ জমেছিল। টানা সাত ড্রয়ের পর অষ্টম রাউন্ডে জিতে যান ২৬ বছর বয়সী কারইয়াকিন। নবম রাউন্ডের ম্যাচ ড্র হওয়ার পর ঘুরে দাঁড়িয়ে দশম রাউন্ডে জয় তুলে নেন কার্লসেন। পরের দুই রাউন্ডের খেলা ড্র হলে সমতায় শেষ হয় দু’জনের ১২ রাউন্ডের দ্বৈরথ। শ্রেষ্ঠত্বের নিষ্পত্তি গড়ায় চার রাউন্ডের র‌্যাপিড দাবায়। গেল পরশু শুরুর দুই ম্যাচে ড্রর পর কারইয়াকিন পেরে ওঠেননি এদিনই ২৬তম জন্মদিন পালন করা কার্লসেনের সঙ্গে। তৃতীয় ও চতুর্থ ম্যাচ জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখেন ১৩ বছর বয়সেই গ্র্যান্ডমাস্টার হওয়া এই দাবাড়ু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ