মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনে এক তরুণী এক অদ্ভুত কারনে রাতারাতি চাকরি ছেড়ে দিয়েছেন। নিজের বিয়েতে দাওয়াত দেওয়ার পরও সহকর্মীরা আসেননি। এই ঘটনায় শোরগোল পড়ে গেছে। বিয়েতে সহকর্মীরা আসেননি বলে যে কেউ অভিমান করে সংস্থার চাকরিই ছেড়ে দিতে পারেন, এমনটা অনেকেই ভাবতে পারছেন না।
তরুণীর নাম প্রকাশ করেনি চীনের ওই সংবাদমাধ্যম। তবে জানা গেছে, বিয়ের তারিখ ঠিক হওয়ার পরই কার্ড দিয়ে অফিসের বস থেকে শুরু করে সকল কর্মীকে তিনি দাওয়াত করেছিলেন। কিন্তু বিয়ের সন্ধ্যায় যা ঘটে তা কোনওভাবেই আশা করেননি ওই তরুণী।
দাওয়াত দিয়েছিলেন অফিসের বস-সহকর্মী মিলে ৭০ জনকে। কিন্তু মাত্র একজন বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন। সহকর্মীদের খাওয়া-দাওয়ার জন্য আলাদা করে ছয়টি টেবিল ঠিক করে রেখেছিলেন তরুণী। পরিবারকে বলে খাবারের ব্যবস্থাও করেন। কিন্তু সহকর্মীরা না আসায় পরিবারের সদস্যদের সামনে চরম অস্বস্তিতে পড়েন তরুণী। অন্যদিকে নষ্ট হয় অনেক খাবারও।
পুরো ঘটনায় ভীষণ মন খারাপ হয় তরুণীর। অভিমানে পরদিন সকালে অফিসে ঢুকেই কাজে ইস্তফা দেন। এইসঙ্গে সহকর্মীদের জানিয়ে দেন, অফিসের সবাইকে দাওয়াত করা সত্ত্বেও বিয়েতে প্রায় কেউ আসেননি বলেই সংস্থার কাজ ছাড়ছেন। এদিকে তরুণী ইস্তফা দেওয়ায় বিরাট অস্বস্তিতে পড়েছেন সহকর্মীরা। সূত্র : সোহু নিউজ, ইন্ডিয়া হেরাল্ড।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।