Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ভারত

| প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : দারুণ ছন্দেই রয়েছে ভারত নারী ক্রিকেট দল। ফলও পেয়েছে তারা। শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছে দলটি। গতকাল লঙ্কান নারীদের বিপক্ষে ৫২ রানের জয় পেয়েছেন মিতালি-ঝুলনরা। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি গ্রাউন্ডে টসে জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ১২১ রান করে ভারত। ভারতের সর্বোচ্চ ৬২ রান করেন মিথালি রাজ। সমান ২১ রান করে আসে স্মৃতি ও ভেদার ব্যাট থেকে। ১০ করেন হারমানপ্রীত কাউর। জবাবে ২০ ওভার খেললেও ৯ উইকেট হারিয়ে ৬৯ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ২০ রান করেন দিলানি মুনোদারা। প্রসাধনীর ব্যাট থেকে আসে ১৪ রান। বাকিরা ছুঁতে পারেননি দুই অঙ্ক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ