মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের রাজধানী দিল্লিতে করোনার সংক্রমণ বেড়েছে। হাসপাতালে সংক্রমণ নিয়ে ভর্তি হওয়া রোগীরি সংখ্যাও বাড়ছে। কর্তৃপক্ষ মঙ্গলবার বাসিন্দাদের মাস্ক পরতে এবং কোভিড-১৯ সতর্কতা মেনে চলার আহŸান জানিয়েছে। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনাই কুমার সাক্সেনা টুইটে বলেছেন, ‘আমরা কোভিড-১৯ এর সংক্রমণ বৃদ্ধি, পজিটিভিটির হার বৃদ্ধি এবং পুনরায় সংক্রমণের বিষয়টি প্রত্যক্ষ করছি। আমাদের বুঝতে পারছি যে মহামারি শেষ হয়নি। আমি সবাইকে কঠোরভাবে কোভিড-১৯ এর উপযুক্ত বিধিনিষেধ মেনে চলার জন্য অনুরোধ করছি।’ ল্যানসেট কমিশনের সদস্য ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুনীলা গর্গ এনডিটিভিকে বলেছেন, ‘সুস্থতার হার ভাল, তবে সংক্রমণ বাড়ছে এবং হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েছে। এই মুহ‚র্তে ৯ হাজারের কোভিড শয্যায় পাঁচ শতাধিক রোগী রয়েছেন। ২ হাজার ১২৯টি আইসিইউ শয্যার মধ্যে ২০টিতে রোগী রেয়েছে এবং ৬৫ জন ভেন্টিলেশনে আছেন। আতঙ্কিত হওয়ার দরকার নেই, তবে এটি সতর্ক হওয়ার পূর্বাভাস।’ সোমবার দিল্লিতে ১ হাজার ১২৭ জনের নতুন সংক্রমণের তথ্য রেকর্ড করা হয়েছে। ওই দিন মারা গেছেন আট জন করোনা রোগী। এর আগে, শহরটিতে টানা ১২ দিনের গড় সংক্রমণ ছিল ২ হাজার। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।