Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

২৪ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২২, ৪:৪৫ পিএম

২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর একবারই অস্ট্রেলিয়ার মাটিতে ২০০৩ সালে টেস্ট সিরিজ খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। এরপর আর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টের খেলেনি বাংলাদেশ। দীর্ঘ ২৪ বছর পর ২০২৭ সালে আবার অজিদের মাঠে টেস্ট খেলবে টাইগাররা।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বুধবার (১৭ আগস্ট) ২০২৩-২০২৭ এফটিপি প্রকাশ করেছে। সেখানে ২০২৭ সালের মার্চে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে। যে সিরিজটি ২০২৫-২০২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

২০০৩ সালে বাংলাদেশে যে দুই ম্যাচের সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়াতে, সেটা নর্দার্ন টেরিটোরি ও কুইন্সল্যান্ডের মাঠে। যে অখ্যাত মাঠে টেস্টই হয়েছে মাত্র দুইটা করে, একটি খেলেছে বাংলাদেশ ও আরেকটি শ্রীলঙ্কা!

অস্ট্রেলিয়া যাওয়ার আগে ২০২৭ সালের ফেব্রুয়ারীতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। ২০২৩-২৭ সাল পর্যন্ত তৈরি করা এই এফটিপিতে বাংলাদেশ দল খেলবে মোট ১৪৪ ম্যাচ। এর মধ্যে আছে ৩৪ টেস্ট, ৫৯ ওয়ানডে ও ৫১ টি-টোয়েন্টি ম্যাচ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ