নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ইসলামিক সলিডারিটি গেমসের পঞ্চম আসরে আরচ্যারির কম্পাউন্ড নারী দলগত ইভেন্টের ফাইনালে উঠে সোমবার তৃপ্তির ঢেঁকুর তুলেছিলেন বাংলাদেশ দলের কর্মকর্তারা। কারণ না খেলেই এ ডিসিপ্লিন থেকে একটি পদক নিশ্চিত হয়েছে লাল-সবুজদের। তবে পরের দিনই জাতিকে হতাশ করলেন আরচ্যাররা। গতকাল সকালে ছিল আসরের রিকার্ভ পুরুষ ও নারী ব্যক্তিগত ইভেন্ট। এ দুই বিভাগে বাংলাদেশের ৬ জন আরচ্যার অংশ নিলেও রোমান সানা ও দিয়া সিদ্দিকী ছাড়া অন্যরা কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হন। তবে কোয়ার্টারে খেলার সুযোগ পেলেও শেষ আট থেকেই বিদায় নেন রোমান ও দিয়া। মূল লড়াই যে কত কঠিন তা হারে হারে পেট পেয়েছেন তারা। কোয়ার্টারে দিয়া সিদ্দিকী খানিকটা লড়াই করলেও রোমান সানা প্রতিদ্ব›িদ্বতাই গড়তে পারেননি। শেষ আটে রোমান ৬-০ সেট পয়েন্টে হারেন উজবেকিস্তানের আরচ্যার ওজাবেকের কাছে। এছাড়া বাংলাদেশের অন্য দুই আরচ্যার সাগর ইসলাম ও হাকিম আহমেদ রুবেল এ ইভেন্টের প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েন। হতাশার বিদায়ের পর দেশসেরা আরচ্যার রোমান সানা বলেন, ‘আমার নিজের ভুলেই পারফরম্যান্স খারাপ হয়েছে। নিজেকে আরও প্রস্তুত করতে হবে। আমরা ব্যক্তিগত ইভেন্টে ভালো করতে পারিনি। সামনে দলগত ও মিশ্র ইভেন্টের খেলা রয়েছে। সেখানে পদক জয়ের চেষ্টা করবো।’
অন্যদিকে রিকার্ভ নারী ব্যাক্তিগত এককের কোয়ার্টার ফাইনালে দিয়া সিদ্দিকী ৭-৩ সেট পয়েন্টে হেরে যান তুরস্কের আনাগজ এসিমের কাছে। এই ইভেন্টে নাসরিন আক্তার প্রি-কোয়ার্টার ও বিউটি রায় দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে পড়েন। শেষ আটের গন্ডি পেরুতে না পেরে দিয়া সিদ্দিকী বলেন, ‘জিততে না পেরে হতাশ হয়েছি। আসলে বুঝে উঠতে পারছি না কেন এমন হচ্ছে। যার কাছে হেরেছি সে তুরস্কের সেরা আরচ্যার। এরপরও আতœবিশ্বাস ছিল যে জিতবো। কিন্তু শেষ পর্যন্ত হেরে গেলাম।’ তিনি যোগ করেন, ‘এখন বাতাস বেশ স্বাভাবিক রয়েছে। অনুশীলনের দিনগুলোতে যা একটু বেশিই ছিল।’ প্রিয় দুই শিষ্যের বিদায়ে বেশ কষ্ট পেয়েছেন বাংলাদেশ আরচ্যারি দলের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক। তার কথায়,‘আমাদের কোনো আরচ্যার সেমিফাইনালে যেতে পারেনি এটা অবশ্যই কষ্টের।’
আজ আসরের রিকার্ভ, কম্পাউন্ড ও মিশ্র দলগত ইভেন্টের খেলা রয়েছে। এদিন বাংলাদেশের কম্পাউন্ড নারী দল তুরস্কের বিপক্ষে সোনার লড়াইয়ে নামবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।