Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

বিজ্ঞানীরা বলছেন ‘সমুদ্রদানব’!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

সাগরের নিচে যে কত রকমের প্রাণী আছে তার হিসেব নেই। প্রায় প্রতি বছর কোনও না কোনও নতুন প্রাণীজগতের সন্ধান পান সমুদ্র-বিজ্ঞানীরা। তেমনই নতুন এক প্রজাতির প্রাণীর হদিস পেলেন বিজ্ঞানীরা। আর এই প্রাণীটি দেখতে অনেকটা আরশোলা এবং কিছুটা চিংড়ির মতো। তবে নতুন এই প্রাণীটির কদাকার রূপ দেখে গা শিউরে উঠতে পারে।

বিজ্ঞানীরা নতুন এই সমুদ্রজীবের নাম দিয়েছেন ডার্থ ওয়াডর। এই জীবটিকে প্রথম দেখা গিয়েছিল মেক্সিকো উপসাগরে। এই জীবকে বৈজ্ঞানিক ভাষায় ‘ব্যথিনোমাস ইউকাট্যানেনসিস’ও বলা হচ্ছে। সাগরের কমপক্ষে দুই হাজার ৫০০ ফুট নিচে এই প্রাণীর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীরা জানিয়েছেন, ডার্থ ওয়াডরের দেহের উপরভাগে মোটা একট খোলস রয়েছে। মাথায় অ্যান্টেনার মতো শুঁড় রয়েছে। একদল বিজ্ঞানী আবার একে ‘সমুদ্রদানব’ও বলছেন। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই প্রাণী আইসোপোড গোত্রের। সূত্র : মিরর ইউকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ