Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের শোক দিবস পালন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২২, ১০:১৯ পিএম

পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের উদ্দ্যোগে স্বাধীনতার মহান স্থপতি বাংলাদেশিদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা হয়। এরপর অন্নান্য ধর্মগ্রন্থ থেকেও পাঠ করা হয়। এরপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং প্রেসিডেন্ট আব্দুল হামিদের স্বাক্ষরিত বাণী পাঠ করে শুনানো হয়। দিবসটির প্রতিপাদ্য তুলে ধরে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনা অনুষ্ঠানের সঞ্চালনা করেন দূতাবাসের কর্মকর্তা কামিল। এরপর বক্তব্য রাখেন দূতাবাসের পক্ষ থেকে মিস আশা। তিনি বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন তুলে ধরে বক্তব্য রাখেন। বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষ থেকে সূচনা বক্তব্য রাখেন শেখ এরশাদুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেত্রী তানিয়া আফরিন এবং সাবেক ছাত্রলীগ নেতা পোল্যান্ড বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষে জনাব মোহাম্মদ মুনিরুজ্জামান। আলোচনায় বক্তারা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যাকারীদের প্রতি ঘৃণা প্রকাশ করেন। বঙ্গবন্ধু ছিলেন বাংলার আকাশের উজ্জ্বলতম নক্ষত্র। ঘাতকেরা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে ভেবেছিল বাংলাদেশ থেকে চীরতরে বঙ্গবন্ধুকে বাংলাদেশের মানুষের মন থেকে মুছে ফেলবে। কিন্তু বঙ্গবন্ধু লোকান্তরে থাকলেও উনার চেতনায় উজ্জীবিত আওয়ামীলীগের তরুণ প্রজন্ম ঘরে ঘরে বেড়ে উঠছেন। বঙ্গবন্ধুর আদর্শ রয়ে যাবে চীর অম্লাণ। এছাড়া অনুষ্ঠানে বন্তব্য রাখেন বাংলাদেশের অনারারী কনসাল ওমর ফারুক। এছাড়াও পোল্যান্ডে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এদের ভেতর ছিলেন ইপিবিএর পোল্যান্ড শাখার সভাপতি খলিলুর কাইয়ূম এবং কমিউনিটির পক্ষ থেকে কাজী সাইফুদ্দিন বক্তব্য রাখেন।

প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ