Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শামস ও রুমি আন্তর্জাতিক কনফারেন্স সেপ্টেম্বরে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২২, ৯:১১ পিএম

শামস তাবরিজি ও মাওলানা জালালুদ্দিন রুমি ৮ম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ইরানের খোয় কাউন্টিতে ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তুরস্ক, ভারত, ইরাক, আফগানিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং পাকিস্তানসহ ১৫টিরও বেশি দেশি-বিদেশী বিশ্ববিদ্যালয় এবারের সম্মেলন আয়োজনে বৈজ্ঞানিকভাবে সহযোগিতা করছে।

এপর্যন্ত দেশি-বিদেশি পণ্ডিতদের কাছ থেকে ফার্সি সাহিত্য ও রহস্যবাদের ওপর ২৪০টিরও বেশি গবেষণাপত্র সম্মেলনের সচিবালয়ে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, শামস-ই তাবরিজির সমাধি পশ্চিম আজারবাইজান প্রদেশের খোয় কাউন্টিতে অবস্থিত। বিখ্যাত চিন্তাবিদ শামস তাবরিজির স্মরণে ২৯ সেপ্টেম্বর ‘শামস দিবস’ পালিত হয়। ইরানে শামস এবং রুমির স্মরণে উৎসব, সম্মেলন, সেমিনারের পাশাপাশি ওয়েবিনার সহ অসংখ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সূত্র: মেহর নিউজ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ