মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আরো শতাধিক পণ্যের আমদানি কর কমাতে চলেছে যুক্তরাজ্য। বাণিজ্য সংযোগ বাড়াতে এবং দরিদ্র দেশগুলোকে সুবিধা দিতে এ উদ্যোগ নিচ্ছে দেশটি। আগামী জানুয়ারিতে ডেভেলপিং কান্ট্রিস ট্রেডিং স্কিম নামের এ পদক্ষেপ কার্যকর হবে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য থাকাকালীন দেশটি অংশ ছিল এমন একটি স্কিমের ওপর ভিত্তি করে এটি তৈরি করা হয়েছে। দেশটিতে কম উৎপাদিত হওয়া জামাকাপড়, জুতা ও খাবারের মতো পণ্যগুলো নিম্ন বা শ‚ন্য শুল্কের সুবিধা পাবে। বিশ্লেষকদের মতে, ব্রেক্সিট কার্যকরের পর থেকে বৈশ্বিক বাণিজ্য নিয়ে চাপে পড়ে যুক্তরাজ্য। এরপর থেকেই দেশটি আঞ্চলিক বাণিজ্য জোট ও দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে জোর প্রচেষ্টা চালাচ্ছে। এরইমধ্যে দেশটি বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে বা চুক্তি প্রক্রিয়াধীন রয়েছে। এ অবস্থায় কর ছাড় দিয়েও বাণিজ্য সম্পর্ক বাড়াতে চাইছে লন্ডন। নতুন উদ্যোগের মাধ্যমে ৬৫টি উন্নয়নশীল অর্থনীতির পণ্য কর ছাড়ের আওতায় আসবে। দেশটি আগে থেকেই এমন কিছু সুবিধা দিয়ে রেখেছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।