Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

উত্তরায় গার্ডার চাপায় নিহতদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২২, ২:৫৫ পিএম

রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ক্রেন থেকে গার্ডার ছিটকে নিহতের ঘটনায় পাঁচজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সাড়ে ১২ টার দিকে হাসপাতালের মর্গের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক নাশেদ জাবিন।

চিকিৎসক নাশেদ জাবিন বলেন, লাশগুলোর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশগুলো পরিবারের কাছে বুঝিয়ে দেও
য়া হবে।

সোমবার বিকালে বিমানবন্দর সড়কে বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের ফ্লাইওভারের বক্স গার্ডার চাপায় পিষ্ট গাড়িতে ভাগ্যক্রমে বেঁচে যান বর-কনে। তাদের বউভাতের অনুষ্ঠান ছিল এদিন।

দুর্ঘটনায় মারা গেছেন বরের বাবা, কনের মা, কনের খালা ও খালাতো ভাই-বোন। বরের বাবা রুবেলের লাশ মেহেরপুর ও রিয়া মনির মাসহ অন্য আত্মীয়ের লাশ জামালপুর নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ