যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান মিল্টন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে যুক্ত হলেন
যুক্তরাষ্ট্র বিএনপির তিন নেতাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তরা হলেন
নিউইয়র্ক সিটির কুইন্সের উডসাইডের বায়তুল আতিক ইসলামিক সেনটারের নতুন ভবন নির্মাণের লক্ষ্যে ফান্ড রাইজিং ডিনার ও দোয়া প্রোগ্রাম সম্পন্ন হয়েছে । গত ১৩ আগষ্ট শনিবার কুইন্সের তিবেতিয়ান কমিউনিটি সেনটারে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয় । এতে স্পিকার ছিলেন কানাডা থেকে আগত মাওলানা আসলাম উদ্দীন আল আজহারি । বিশেষ অতিথি ছিলেন ও বকতব্য রাখেন, আবু হুরায়রা মসজিদের খতিব মাওলানা ফায়েক উদ্দিন, দারুল ফুরকান মসজিদের ইমাম মাওলানা ইদ্রিস তোপিয়া, বায়তুল হামদ ব্রংকসের এসিসটেন্ট প্রিনসিপাল মাওলানা আনাস জামাল উদ্দিন, মাদানী মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহমুদুল ইসলাম, বায়তুল আতিক মুসলিম সেনটারের ইমাম মাওলানা নজরুল হক, খতিব মাওলানা মুছায়েব আরেফিন । অনুষ্ঠানে বক্তারা, সর্বকালের সরবশ্রেষঠ মহামানব মহানবী হযরত মোহাম্মদ স., সাহাবায়ে কেরামদের পবিত্র কোরআন থেকে বিভিন্ন ঘটনা, মাসালা মাসায়েলসহ আরবী মাস মহররমের বিভিন্ন দিক নিয়ে বিস্তর আলোচনা করেন । মাগরিবের পর থেকে কানাডা থেকে আগত আলেমে দ্বীন মাওলানা আসলাম উদ্দিন আল আজহারী ফান্ড রাইজিং শুরু করেন । এতে সিটির বিভিন্ন স্থান থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা উপসথিত ছিলেন ও অংশগ্রহণ করেন । সকলের সহযোগিতায় ২ লক্ষ ৫৫ হাজার ডলার ফান্ড রাইজিং করা হয় । রাত ১১.৩০ পর্যন্ত চলে বয়ান ও ফান্ড রাইজিং প্রোগ্রাম, দোয়া । সবশেষে ডিনার পরিবেশন করা হয় । অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বায়তুল আতিক মুসলিম সেন্টার খাদেম কমিটি ।
প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।