পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় ঢামেক হাসপাতালের কনফারেন্স রুমে এক জরুরি বৈঠকে এ ঘোষণা দেন সংগঠনের সভাপতি ডা. মহিউদ্দিন জিলানী। ইন্টার্ন চিকিৎসক ডা. মো. সাজ্জাদ হোসেনের ওপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর হামলার ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিলে ইন্টার্ন চিকিৎসক পরিষদ (ইচিপ) এ ঘোষণা দেয়।
গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত বৈঠকে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হকের সঞ্চালনায় কলেজের অধ্যক্ষ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক, গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ঢাবি প্রশাসন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি, ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক এবং ইন্টার্ন চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
এ সময় দোষীদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি এবং ১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে উভয়পক্ষের আলোচনার মাধ্যমে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
###
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।