গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর মাতুয়াইলের ময়লার ভাগাড় থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লাবাহী একটি ট্রাক চুরি হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে চুরির এ ঘটনা ঘটে বলে দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে জানা গেছে। জানা গেছে, ডাম্প ট্রাকটি ১৫ টন বর্জ্য পরিবহন করতে পারে। এটি দশ চাকার। হলুদ রঙের এ গাড়িটির নম্বর পরী ১০১। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের প্রতিদিনের বর্জ্যই মাতুয়াইলের ভাগাড়ে নিয়ে যাওয়া হয়।
সেখানে সর্বক্ষণ নিরাপত্তাকর্মী থাকেন। সিসি ক্যামেরার আওতায় থাকে পুরো এলাকাটি। সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়, একজন গাড়িটি নিয়ে বেরিয়ে যাচ্ছেন ময়লার ভাগাড় থেকে। তবে তার চেহারা দেখা যায়নি ক্যামেরায়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা করার প্রস্তুতি নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।