Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মালয়েশিয়া শ্রমবাজার: জাতির স্বার্থে সিন্ডিকেটের কবর রচনা করতে হবে

মতবিনিময় সভায় বায়রা নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২২, ৫:০৮ পিএম | আপডেট : ৫:৩৭ পিএম, ১৪ আগস্ট, ২০২২

সিন্ডিকেট চক্রের অপতৎপরতার কারণেই মালয়েশিয়ার শ্রমবাজার বার বার বন্ধ হয় এবং বিদেশগামী কর্মীদের অভিবাসন ব্যয় দিন দিন বাড়ছে। মালয়েশিয়ার শ্রমবাজারের সিন্ডিকেট চক্রকে চিরতরে বন্ধ করার এখনই সময়। অভিবাসন ব্যয় সহনীয় পর্যায়ে কমিয়ে আনা এবং সকল বৈধ রিক্রুটিং এজেন্সীকে কর্মী প্রেরণের সুযোগ নিশ্চিতকরণে অনতিবিলম্বে সিন্ডিকেটের অপতৎপরতা বন্ধ করতে হবে। মানবপাচার আইনের ধারা সংশোধন করে বৈধ রিক্রুটিং এজেন্সীর মালিকদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে। ঢাকাস্থ সউদী দূতাবাসে রিক্রুটিং এজেন্সিগুলোর তালিকাভুক্তি নিশ্চিত করতে সরকারকে কার্যকরী উদ্যোগ নিতে হবে। আসন্ন বায়রা দ্বি বার্ষিক নির্বাচনে শ্রমবাজারের দুর্বৃত্ত সিন্ডিকেট চক্রকে ব্যালটের মাধ্যমে প্রতিহত করতে হবে।
শনিবার রাতে বিজয়নগরস্থ একটি হোটেলে সম্মিলিত সমন্বয় ফ্রন্ট বায়রা আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় বায়রার সাবেক নেতৃবৃন্দ এসব কথা বলেন। হাবের সাবেক সভাপতি আলহাজ জামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মিলিত সমন্বয় ফ্রন্ট বায়রার প্যানেল প্রধান ড. মোহাম্মদ ফারুক। সংগঠনের মহাসচিব মোস্তফা মাহমুদের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বায়রার সাবেক সিনিয়র সহসভাপতি রিয়াজ উল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া, গোলাম মোস্তফা বাবুল, ড. জে এইচ গাজী,কৃষক লীগের নেতা বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন, ফারাহ আঞ্জুমান বারী, নাজির আহমেদ, রেদওয়ান খান বোরহান, মীর বরকত উল্লাহ সুমন, জামালা হোসেন, সাইফুল ইসলাম, শহিদুল হক মফিজ উদ্দিন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ