Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

নেতৃত্ব ফিরে পেয়ে রোমাঞ্চিত সাকিব

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২২, ৪:২৮ পিএম | আপডেট : ৫:২৪ পিএম, ১৪ আগস্ট, ২০২২

অনেক নাটকের পর আবারও টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ফিরে পেয়েছেন সাকিব আল হাসান। নতুন নেতৃত্বে পেয়ে মাঠে ফিরতে মরিয়া তিনি। দলের অনুশীলন শুরুর আগেই ব্যক্তিগতভাবে অনুশীলন শুরু করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এশিয়া কাপে জন্য নিজেকে প্রস্তুত করতে রোববার মিরপুর একাডেমিতে অনুশীলন করেন সাকিব।

 

উইন্ডিজ সফরে টি-টোয়েন্টি সিরিজ খেলার পর ছুটিতে গিয়েছিলেন সাকিব আল হাসান। লম্বা ছুটি শেষে শনিবার ভোর রাতে দেশে ফেরেন তিনি। দেশে ফিরে বিকেলেই টি-টোয়েন্টির নেতৃত্ব পান বিশ্বসেরা এই অলরাউন্ডার

 

গত ৩ জুলাই উইন্ডিজ সফরের শেষ ম্যাচ খেলে টানা ৪০ দিন বিরতি কাটিয়ে নিজেকে প্রস্তুত করতে মাঠে নেমেছেন তিনি। আজ রোববার (১৪ আগস্ট) সকাল ১০টায় মিরপুর স্টেডিয়ামে প্রবেশ করেন সাকিব। এরপর একাডেমি মাঠে সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে কিছুক্ষণ খোশগল্প মেতে উঠেন।

 

এরপর ১১টার দিকে মূল মাঠে প্রবেশ করে তিনি। এরপর একজন ট্রেনারকে নিয়ে আধাঘণ্টার মতো ফিটনেস অনুশীলন করেছে সাকিব। এরপর ব্যাটিং অনুশীলন করেন বেশ কিছুক্ষণ। এদিন প্রায় দুই ঘণ্টা ঘাম ঝরান তিনি।



 

Show all comments
  • MUnshi IR ১৪ আগস্ট, ২০২২, ৪:৪২ পিএম says : 0
    সেরা দের কাজ ও অভিমত একটু ভিন্ন রকম হয় ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ