Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিউইয়র্ক সিটি মেয়রের অ্যাডভাইজার হলেন ফাহাদ সোলায়মান

যুক্তরাষ্ট্র সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২২, ৮:২৮ এএম

নিউইয়র্ক সিটি মেয়র অফিসের ‘এশিয়ান অ্যাডভাইজার’ হয়েছেন বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ব্যক্তিত্ব ফাহাদ সোলায়মান। সিটি হলে গত ১০ আগস্ট এক অনুষ্ঠানে ফাহাদ সোলায়মান শপথ নিয়েছেন। শপথ অনুষ্ঠানে সিটি মেয়র এরিক এডামস ও মেয়রের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কমিশনার দিলীপ চৌহান উপস্থিত ছিলেন।
নিলফামারীর বীর মুক্তিযোদ্ধা মরহুম এম এম সোলায়মানের জ্যেষ্ঠ পুত্র ফাহাদ সোলায়মান দীর্ঘদিন থেকেই ডেমোক্রেটিক পার্টির সাথে কাজ করছেন। ইতিপূর্বে তাকে কুইন্স বরো প্রেসিডেন্ট ডনাভান রিচার্ডস’র ডেলিগেট এবং কুইন্স কমিউনিটি বোর্ড-৩ এর মেম্বার হিসেবে নিয়োগ করা হয়েছে।
জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের (জেবিবিএ) সেক্রেটারি ফাহাদ সোলায়মান সিটি মেয়রের এশিয়ান অ্যাডভাইজার হিসেবে ‘বিজনেস এবং পাবলিক সার্ভিস’ নিয়ে কাজ করবেন বলে জানা গেছে।

প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ