মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কয়েক আগেই টুইট করে নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন ভারতের কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু সপ্তাহ না ঘুরতেই এবার পজিটিভ দলের সভানেত্রী মা সোনিয়া গান্ধী। গতকাল শনিবার টুইট করে এই খবর জানান, কংগ্রেস এমপি এবং মুখপাত্র জয়রাম রমেশ।
টুইট করে কংগ্রেস এমপি জানিয়েছেন, ‘কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী করোনা আক্রান্ত। নিয়ম মেনে তিনি আপাতত আইসোলেশনে আছেন।’ এর আগে গত জুন মাসেই করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। তখন কয়েকদিনের মধ্যেই কোভিড উপসর্গ দেখা দেয় প্রিয়াঙ্কারও।
আগেরবার স্বাস্থ্যের অবনতির কারণে কোভিড আক্রান্ত সোনিয়া গান্ধীকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। কোভিড আক্রান্ত হওয়ার কারণে ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডির সামনে হাজিরার দিনও পরিবর্তন করা হয়। সূত্র : টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্থান টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।