Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যর্থতার দায় নিয়ে ক্ষমতা থেকে সরে দাঁড়ান

ইসলামী ঐক্য আন্দোলন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০২২, ৭:১২ পিএম

ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরীর আমীর মোস্তফা বশীরুল হাসান বলেছেন, দেশ ও সরকারের অবস্থা কোনভাবেই ভালো নয়। দেশে সুদ ঘুষ দুর্নীতি আজ মহামারি আকার ধারণ করেছে। সরকার একদিকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে চরমভাবে ব্যর্থ। অন্যদিকে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি করে জনসমর্থন তলানিতে নিয়ে গেছে। অর্থনৈতিক অবস্থাও দেউলিয়া হওয়ার পথে। সর্বক্ষেত্রে অরাজকতা ও হাহাকার। সরকার প্রশাসনের সকল সেক্টরে দলীয়করণের কারণে দেশ আজ তলাবিহীন ঝুঁড়ি হওয়ার পথে। দেশের এই মহাসঙ্কটাপন্ন অবস্থা থেকে মানুষ মুক্তি চায়। জনগণ হাফ ছেড়ে বাঁচতে চায়। সকল জুলুমের অবসান চায়। তাই সরকারের উচিত ব্যর্থতার দায় স্বীকার করে ক্ষমতা থেকে সরে দাঁড়ানো।
তিনি শুক্রবার রাতে কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে আন্দোলনের ঢাকা মহানগরীর কর্মপরিষদের মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে এ কথা বলেন। বৈঠকে আগামী মাসের কর্ম ও পরিকল্পনা গ্রহণ করা হয়। এতে দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন, নায়েবে আমীর মাওলানা ফারুক আহমেদ, মাওলানা কবি মুহাম্মদ ওবায়দুল্লাহ, মওলানা মো. আবু বকর সিদ্দিক, হাফেজ মাওলানা হযরত আলী, এফ এম আলী হায়দার, মাওলানা মুখতার আহমদ, আজমল হোসেন, মো. কামরুল ইসলাম বাবুল, হাফেজ মাওলানা শহীদুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম, মাওলানা আব্দুল মতিন ফরাজী, মাওলানা আনোয়ার হোসাইন, মওলানা ইকবাল হোসাইন, ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম লিটন, ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন ও মো. আতিকুর রহমান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ