Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

দেশে ফিরে সেই ফেসবুক পোস্ট মুছে দিলেন সাকিব

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০২২, ১২:৪৮ পিএম

বেটউইনার সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার বিষয়টি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানান সাকিব আল হাসান। তবে চুক্তির বিষয়ে ২ আগস্টের ফেসবুক পোস্ট সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন সাকিব।

অবশেষে যুক্তরাষ্ট্র থেকে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে দেশে ফিরেই মুছে ফেলেছেন সেই স্ট্যাটাস।

আ দুপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে সাকিবের। তবে তার আগেই সাকিব প্রতিশ্রুতি রক্ষা করলেন। তাতে স্পষ্ট হলো চুক্তি বাতিলের বিষয়টি। তার অফিসিয়াল ফেসবুক পেজে দেখা যাচ্ছে না সেই পোস্টটি, যেটিতে ঘোষণা দিয়েছিলেন বেটউইনার নিউজের সঙ্গে চুক্তির বিষয়ে।

বেটিং সাইট বেটউইনারের সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে বিতর্কিত চুক্তির কারণে বিসিবি হার্ডলাইনে যাওয়ার কয়েক ঘণ্টা পরই সাকিব বোর্ডে চিঠি দিয়ে জানান চুক্তি থেকে সরে আসার কথা।

এর আগে গত বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছিলেন, এই চুক্তি থেকে সরে না এলে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গেই কোনো সম্পর্ক থাকবে না সাকিবের। পাপনের কড়া হুঁশিয়ারির পর চুক্তি বাতিল করেন সাকিব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ