নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ওয়েস্ট ইন্ডিজস ‘এ’ দলের বিপক্ষে সেন্ট লুসিয়ায় দ্বিতীয় চার দিনের ম্যাচে সেঞ্চুরি করেছেন সাইফ হাসান। ২১৭ বলে ৬৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিলেন এই ব্যাটসম্যান। শুক্রবার রাতে তৃতীয় দিনে ইনিংসটিকে তিন অঙ্কে নিয়ে যান সাইফ। ৩৪৮ বলে খেলেছেন ১৪৬ রানের দারুণ এক ইনিংস।
তাতে বাংলাদেশ ‘এ’ দল পৌঁছে গেছে শক্ত অবস্থানে। সাইফের সেঞ্চুরিতে ৯ উইকেটে ৩০০ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছে সফরকারী বাংলাদেশ ‘এ’ দল।
ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ৪৩ রানে তৃতীয় দিনের খেলা শেষ করে। বাংলাদেশ ‘এ’ দলের প্রথম ইনিংস থেকে এখনো ২৫৭ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল।
উইকেটে রয়েছেন ত্যাগনারায়ণ চন্দরপল (২১*) ও জশুয়া দা সিলভা (১২*)। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ২টি উইকেট পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর। চতুর্থ ও শেষ দিনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় শনিবার রাত ৮টায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।