Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও ফিরলেন হেটমায়ার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২২, ৩:৫০ পিএম

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজের ওয়েস্ট ইন্ডিজ দলেও ফিরলেন আগ্রাসী এই ব্যাটসম্যান। ওয়ানডে ক্যারিয়ারে ৪৪ ইনিংস খেলে ৫ টি সেঞ্চুরি হেটমায়ারের, ব্যাটিং স্ট্রাইক রেট ১০৬.৩৯।

গত আড়াই বছরে স্রেফ দুটি ওয়ানডে খেলতে পেরেছেন তিনি। সবশেষ গত বছরের জুলাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খেলেছিলেন প্রায় দেড় বছর পর।

১৪ সদস্যের এই দলে জায়গা পেয়েছেন কেভিন সিনক্লেয়ার। ২২ বছর বয়সী অফ স্পিনিং অলরাউন্ডার ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৬টি টি-টোয়েন্টি খেললেও এখনও ওয়ানডে খেলার সুযোগ পাননি।

ওয়েস্টইন্ডিজ ওয়ানডে দল: নিকোলাস পুরান (অধিনায়ক), শেই হোপ (সহ-অধিনায়ক), শামার ব্রুকস, কেসি কার্টি, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, কিমো পল, জেডেন সিলস, কেভিন সিনক্লেয়ার, গুডাকেশ মোটি (ফিটনেস প্রমাণ সাপেক্ষে)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ