নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
যুক্তরাষ্ট্র থেকে শুক্রবার (১২ আগস্ট) রাতে দেশে ফিরছেন সাকিব আল হাসান। বিসিবি প্রধানের জরুরি বার্তা পেয়ে নির্ধারিত সময়ের দুদিন আগেই দেশে ফিরছেন তিনি। ইনকিলাব অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন বিসিবি প্রটোকল অফিসার ওয়াসিম খান।
তিনি বলেন,‘ বৃহস্পতিবার রাতে (শুক্রবার ভোর রাত ৩টায়) দেশে ফিরবে সাকিব আল হাসান।’
ঢাকায় ফিরেশনিবার (১৩ আগস্ট) নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে সাকিবের। এরপরই ঘোষণা করা হবে এশিয়া কাপের বাংলাদেশ দল।
বৃহস্পতিবার (১১ আগস্ট) দিনভর উত্তেজনার পর, বেটউইনার নিউজের সঙ্গে বাণিজ্যিক চুক্তি বাতিল করেন সাকিব। প্রথমে মৌখিক এবং পরে সাকিবের লিখিত বক্তব্যের কথা নিশ্চিত করা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের কড়া হুঁশিয়ারি ঘণ্টা খানিক পড়েই এই সিদ্ধান্ত নেন সাকিব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।