Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রাচীন পায়ের ছাপ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২২, ১২:০৩ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের উটাহ রাজ্যের একটি বিমান বাহিনী ঘাঁটির কাছে ১২ হাজার বছরের পুরনো মানুষের পায়ের ছাপ আবিষ্কৃত হয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, কর্নেল ট্রি রিং ল্যাবরেটরির গবেষক থমাস আরবান এবং তার প্রতœতাত্তি¡ক সহকর্মী ডেরন ডিউক একটি চলন্ত গাড়িতে পায়ের ছাপ শনাক্ত করেন।
থমাস আরবান বলেন যে, আমি যখন চলন্ত গাড়ি থেকে এসব প্রিন্ট শনাক্ত করি তখন আমি জানতাম না যে, এগুলো মানুষের পায়ের ছাপ। তিনি বলেন, ‘আমি জানতাম এগুলো পায়ের ছাপ, কারণ চিহ্নগুলো সমান দূরত্বে পর্যায়ক্রমে ছিল’।

ইউএস এয়ার ফোর্সের বিবৃতি অনুসারে, গবেষকদের একটি দলের সহায়তায় প্রথমে স্থল-অনুপ্রবেশকারী রাডার থেকে প্রিন্ট রেকর্ড করার একটি কৌশল নির্ধারণ করেন, তারপর চলন্ত যানের চিহ্নগুলো প্রাচীন মানুষের পায়ের ছাপের চেয়েও বেশি ছিল। দলটি শিশু থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত মোট ৮৮টি পায়ের ছাপ আবিষ্কার করেছে।
বিজ্ঞানীদের মতে, আমেরিকায় আবিষ্কৃত এ মানুষের পায়ের ছাপ ১২ হাজার বছরের পুরনো। সূত্র : নিউইয়র্ক টাইমস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ