Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২২, ১২:০৩ এএম

শাদে নিহত ১৩

শাদের মধ্যাঞ্চলে কৃষক ও রাখালদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। বুধবার আঞ্চলিক গভর্নর এ কথা জানিয়েছেন। শাদের মধ্য ও দক্ষিণাঞ্চলে এ দুই স¤প্রদায়ের মধ্যে প্রায় সহিংস ঘটনা ঘটে। সেখানে অনেক মানুষ আত্মরক্ষায় অস্ত্র রাখেন। শাদে দেশীয় কৃষকদের বিরুদ্ধে যাযাবর শ্রেণীর আরব রাখালদের ঘোর শত্রæতা লক্ষ্য করা যায়। রাখালরা পশু চরিয়ে কৃষকদের মাঠের ফসলের ক্ষতি করে। গুয়েরা প্রদেশের গভর্নর সগুর মহেমাত গালমা বলেন, রাজধানী এনজামেনার সাত শ’ কিলোমিটার পূর্বে ডিজঙ্গলে এক শিশু চুরির ঘটনাকে কেন্দ্র করে কৃষক ও রাখালদের মধ্যে মঙ্গলবার দুপুর ১টার দিকে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এএফপি।


হাজার বছর পর
আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের নেবাদা সীমান্তঘেঁষা এলাকার বিশ্বের শুষ্কতম অঞ্চলের পরিচিতি ডেথ ভ্যালি বা মৃত্যু উপত্যকা হিসেবে। ১৯১৩ সালে ডেথ ভ্যালিতে ১২৯ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা ৯ বছর ধরে বিশ্ব রেকর্ড ছিল। সেন্টিগ্রেডের হিসেবে যেটা প্রায় ৫৪ ডিগ্রি! গত এক শতক ধরে বিশ্বের ভয়াবহতম জায়গাগুলির তালিকায় রয়েছে এর নাম। বিশ্বের উষ্ণতম সেই স্থান এবার ভাসল বন্যায়! গত শুক্রবার কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে এখানে আকস্মিক বন্যা দেখা দেয়। গত ১০০০ বছরে চতুর্থ বার বন্যা পরিস্থিতি তৈরি হল ডেথ ভ্যালিতে। মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতেই বান্যা দেখা দেয় ক্যালিফোর্নিয়ার মৃত্যু উপত্যকা। গত ৮৬ বছরের মধ্যে এই নিয়ে তৃতীয় বার ডেথ ভ্যালিতে বৃষ্টি হল। গার্ডিয়ান।


ইন্ডিয়ানায় নিহত ৩
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইভান্সভিলে স্থানীয় সময় বুধবার একটি ভবনে বিস্ফোরণে তিন জন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। ভ্যান্ডারবার্গ কাউন্টির প্রধান ডেপুটি করোনার ডেভিড আনসন বলেন, বিস্ফোরণে নিহতের আত্মীয়দের অবহিত করার আগপর্যন্ত তাঁদের পরিচয় প্রকাশ করা হবে না। ইভান্সভিল পুলিশ বিভাগের মুখপাত্র সার্জেন্ট আনা গ্রে বলেন, অন্তত এক জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাঁকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ইভান্সভিল ফায়ার বিভাগের প্রধান মাইক কনেলি জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর ১টার দিকে বিস্ফোরণে মোট ৩৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর মধ্যে কমপক্ষে ১১টি ‘বসবাসের অযোগ্য’ হয়ে পড়েছে। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ