নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ৩০৩ রানের পর দ্বিতীয় ম্যাচে ২৯০ করেও হেরেছে বাংলাদেশ। তবে সিরিজের শেষ ম্যাচে ২৫৬ রান করেও দারুণ বোলিংয়ে ১০৫ রানে জয় নিয়ে সফর শেষ করল টাইগাররা।
বড় জয়ের পর সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘অবশ্যই (এমন উইকেটে ৩০০ রান যথেষ্ট নয়)। আমাদের দলীয় লক্ষ্য এটি, আমরা ৩৫০ করতে চাই। আমাদের মাথায় আছে সেটি। আগে কখনো করিনি। দলের লক্ষ্য এটিই। পরের ম্যাচেই করব তা নয়, তবে করতে চাই।’
আগামী ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতে। সেখানকার বেশির ভাগ উইকেটই ফ্ল্যাট হবে। বিশ্বকাপ নিয়ে তামিম বলেন,‘যদি ভারতে হতে যাওয়া বিশ্বকাপের কথা ভাবি, ওখানে ৩০০ রানের স্কোর হবে। মিরপুর বা ভারতের কিছু মাঠে হয়তো ২৬০-২৭০ করে জিততে পারি। কিন্তু বেশির ভাগ ভেন্যুতেই ২৯০-৩০০-৩১০- এমন করতে হবে।’
এছাড়া তামিম বলেন, ওয়ানডে ক্রিকেটে আমাদের আরও উন্নতি করতে হবে। আমরা এখনও ভালো দল হবে পারিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।