Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নারায়ণগঞ্জে মানবপাচার মামলায় নারীসহ চারজনের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২২, ৮:৫০ পিএম

জেলার সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা মানবপাচার মামলায় দুই নারীসহ চারজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ৪জনকে এই মামলা থেকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হচ্ছে-মর্জিনা, জেসমিন, মো. টিটু ও সাহাবুদ্দিন। এছাড়াও জাকির হোসেন, মো. হোসেন সাগর, মো. আসলাম ও মো. শরীফকে খালাস দেয়া হয়েছে।
বুধবার (১০ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন।
পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রকিব উদ্দিন আহমেদ জানান, ১৮জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামীদের উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করে।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০১৬ সালের ২৭ ডিসেম্বর একটি অপহরণের ঘটনায় আসামীদের গ্রেফতার করা হয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যাবজ্জীবন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ