যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান মিল্টন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে যুক্ত হলেন
যুক্তরাষ্ট্র বিএনপির তিন নেতাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তরা হলেন
প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক বাজারের মান ও ভোক্তাদের আস্থা অর্জনে বাংলাদেশি খাদ্যপণ্যের ব্যাপক চাহিদা ও জনপ্রিয়তা রয়েছে আমিরাতের বাজারে। তাই বাংলাদেশি খাদ্যপণ্যের ব্যাপক সম্প্রসারণের লক্ষ্যে দিন দিন আমিরাতে বাড়ছে বাংলাদেশি স্বনামধন্য কোম্পানির সংখ্যাও। তেমনিভাবে পূর্বাশা অরগানিক ফুড কোম্পানির উৎপাদিত সম্পূর্ণ প্রাকৃতিক ও বিশুদ্ধ খাবার বাজারজাত করনের লক্ষ্যে যাত্রা শুরু করছে আমিরাতে।
গত শনিবার ৬ আগষ্ট দুবাইস্থ হোটেল কাসার আল সামস রেস্টুরেন্টের হলরুমে বিভিন্ন গ্রোসারী শপ, চেইন শপ ও সুপার শপের মালিকদের নিয়ে পূর্বাশা ব্রান্ডের খাদ্যপন্য প্রদর্শনী এবং অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে এ যাত্রা শুরু করা হয়।
এতে শুভ অগ্রযাত্রার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ বশির উল্লাহ, জেনারেল ম্যানেজার মোহাম্মদ বায়েজিদ হাসান, চেইন পার্টনার মেহবুব আলম, আজমানের ব্যবসায়ী মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ।
পূর্বাশা অরগানিক ফুড কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ বশির উল্লাহ বলেন, কোম্পানি তাদের নিজস্ব কারখানায় উৎপাদিত পণ্য বাজারজাত করার লক্ষ্যে দক্ষকর্মী নিয়ে একটি বিশাল কর্মসংস্থান তৈরী করতে যাচ্ছে। এতে বাংলাদেশ ও আমিরাতসহ সকল শুভাকাক্ষীদের সহযোগিতা কামনা করেন তিনি।
প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।