মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নিউজিল্যান্ডের কুক প্রণালীতে সাঁতার কাটার চ্যালেঞ্জ নিয়েছিলেন ইংল্যান্ডের নটিংহ্যামের বাসিন্দা অ্যাডাম ওয়াকার। প্রায় ২৫ কিলোমিটার সেই যাত্রাপথে ছয় ফুটের হাঙরের মুখোমুখি হন। এমন অবস্থায় একদল ডলফিন চারদিকে কড়া পাহারা দিয়ে অ্যাডামকে গন্তব্যে পৌঁছে দিয়েছে।
অ্যাডাম দেখতে পাচ্ছিলেন তার ঠিক নীচেই কয়েক ফুট গভীরে বিশালাকায় সেই হাঙর ঘোরাফেরা করছে। হাঙরের মুখোমুখি হয়েও নিজের লক্ষ্যে অবিচল ছিলেন অ্যাডাম। হঠাৎই তিনি দেখেন তাকে ঘিরে কয়েকটি ডলফিন জলে পাক খাচ্ছে।
অ্যাডামকে ঘিরে একটা বৃত্ত তৈরি করেছিল ডলফিনের সেই দলটি। অ্যাডাম বলেন, ‘যত দূর আমি সাঁতরেছি, তত দূর পর্যন্ত আমার সঙ্গেই সেই ডলফিনের দলটি গিয়েছে।’ এক সাক্ষাৎকারে অ্যাডাম বলেন, ‘জানি না, ডলফিনগুলো আমাকে রক্ষা করার জন্য এসছিল কি না। তবে আশ্চর্য লাগছিল এটাই যে, আমার সঙ্গে ওরা ৫০ মিনিট ছিল।’
অ্যাডাম জানান, এর আগেও হাওয়াই এবং জাপানের সুগারু প্রণালীতে সাঁতারের সময় হাঙরের মুখোমুখি হয়েছিলেন। তাই তার কাছে এই বিষয়টি নতুন কিছু নয়। তবে ডলফিনের বিষয়টি তাঁকে চমকে দিয়েছে। সূত্র : ডেইলি মেইল, এবিসি নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।