Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ শিল্পকলায় প্রাচ্যনাটের বনমানুষ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

আজ সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমি পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হবে প্রাচ্যনাটের নাটক ‘বনমানুষ’। ইউজিন ও নীল-এর নাটক দ্য হেয়ারি এপ অবলম্বনের নাটকটি রচিত হয়েছে। এটি নির্দেশনা দিয়েছেন বাকার বকুল। নির্দেশ নাটকের মূল ভাব নিয়ে বলেন, বিশ্বায়ন এক ধাপ্পাবাজি। সাম্রাাজ্যবাদীদের নয়া ঔপনিবেশিকতার এক সুক্ষ্ম কৌশল। এ নাটকের মধ্য দিয়ে বিশ্বায়নের অপকৌশলটাকে আমরা অনুধাবন করতে চাই রাষ্ট্রিয় পর্যায় থেকে ব্যাক্তিগত পর্যায় পর্যন্ত। এর গল্পে দেখা যাবে, জাহাজের খোলের ভেতর দাঁড়িয়ে ইঞ্জিনের চুল্লিতে কয়লা ভরে কয়েকজন শ্রমিক। তাদের অন্যতম ইয়াংক। দেখতে প্রায় বনমানুষের মতো কালিকুলি মাখা অবস্থায় তাকে আরো বন্য মনে হয়। মিলড্রেড ডগলাস, পুঁজিপতির আদুরে কন্যা, যে পুঁজিপতি আবার এ জাহাজের পরিচালক মন্ডলীর অন্যতম। ডগলাস এ জাহাজের যাত্রী। সে একবার জাহাজের খোলো নেমে ইয়াংককে দেখে ভয়ে চিৎকার দেয়। ইয়াংক যখন বুঝতে পারে যে তাকে উপলক্ষ করেই এই চিৎকার, তখন তীব্র একটা ঘৃণাবোধ জন্ম নেয় তার মধ্যে। ডগলাসকে কেন্দ্র করেই সারা দুনিয়ায় পুঁজিপতিদের ঘৃণা করতে থাকে সে। ভাঙতে চায় পুঁজিপতিদের স্বর্গতুল্য প্রাসাদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আজ শিল্পকলায় প্রাচ্যনাটের বনমানুষ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ