Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলম্বিয়ার সিনেটে সংশোধিত শান্তিচুক্তি অনুমোদন

| প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিদ্রোহী গোষ্ঠী ফার্কের সঙ্গে সংশোধিত শান্তিচুক্তি অনুমোদন করেছে কলম্বিয়ার সিনেট। পাঁচ দশকের রক্তক্ষয়ী সংঘাতের অবসানে ফার্ক গেরিলাদের সঙ্গে কলম্বিয়া সরকারের করা ‘ঐতিহাসিক’ প্রথম শান্তিচুক্তিটি গেল মাসে গণভোটে খুব কম ব্যবধানে প্রত্যাখ্যান করে দেশটির ভোটাররা। বিবিসি বলছে, দেশটির প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস জানিয়েছেন, চুক্তির নয়া প্রস্তাবনাগুলো শক্তিশালী এবং বিরোধীদের চাওয়া অনুযায়ী পরিবর্তন আনা হয়েছে। দেশটির সাবেক প্রেসিডেন্ট আলভারো উরিবের নেতৃত্বাধীন বিরোধীরা দাবি করছেন, সংশোধিত চুক্তিতেও ফার্ক গেরিলা নেতাদের অনেক ছাড় দেওয়া হয়েছে। সংশোধিত এই চুক্তিটি এখন অনুমোদনের জন্য কংগ্রেসের নিম্নকক্ষে পাঠানো হবে। সিনেটে অধিবেশন শুরুর আগে মেডেলিন শহরের কাছে গত সোমবার উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে মৃত্যুবরণকারীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন সিনেটররা। চার বছরের আলোচনার পর দ্য রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) নেতা টিমোশেনকো ও মধ্য-ডানপন্থি সরকারের প্রধান ম্যানুয়েল সান্তোস চুক্তিতে সই করেছিলেন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ