মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের নির্বাচনের মতো জার্মানিতে আগামী বছরে অনুষ্ঠেয় নির্বাচনেও রাশিয়া সাইবার হামলার মাধ্যমে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করতে পারে বলে সতর্ক করেছেন দেশটির এক গোয়েন্দা কর্মকর্তা। জার্মানির বৈদেশিক গোয়েন্দা প্রধান বউনো কায়ে বলেছেন, গোয়েন্দা বিভাগ সাইবার হামলার বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে। তিনি বলেন, এ ধরনের হামলার একমাত্র উদ্দেশ্য রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি করা। ইউরোপের দেশগুলোতে ইচ্ছাকৃতভাবে এ ধরনের বিঘœ সৃষ্টির চেষ্টা চলছে, বিশেষ করে জার্মানিতে। রাশিয়া বা রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকারদের সংগঠনগুলোকে এ ধরনের হামলার জন্য বরাবরই দায়ী করা হয়। জার্মানিতে জাতীয় নির্বাচনের প্রচার এখনও শুরু হয়নি। তবে গত সপ্তাহে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল চতুর্থ মেয়াদের জন্য নির্বাচনী লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছেন। মারকেল সাংবাদিকদের বলেন, সাইবার হামলা এখন সাধারণ ঘটনায় পরিণত হয়েছে এবং জনগণের উচিত বাইরের কাউকে তাদের বিষয়ে হস্তক্ষেপ করতে না দেয়া। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।