Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

দ. কোরিয় প্রেসিডেন্টের পদত্যাগের ঘোষণা

| প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিক্ষোভের মুখে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাই। গত মঙ্গলবার তিনি জানিয়েছেন, পদত্যাগের আনুষ্ঠানিকতা সারতে পার্লামেন্টের সহযোগিতা দরকার। ব্যক্তিগত লাভের লক্ষ্যে এক পুরোনো বন্ধুকে সুবিধা পাইয়ে দিতে রাজনৈতিক ক্ষমতা ও প্রভাব-প্রতিপত্তি অপব্যবহারের অভিযোগে বিপর্যস্ত হয়ে আছেন পার্ক। তাকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর জন্য অব্যাহতভাবে আহ্বান জানানো হচ্ছে। বিশেষজ্ঞদের ধারণা, পার্ক কীভাবে ক্ষমতা ছাড়বেন সে বিষয়ে একমত হতে পার্লামেন্টের কয়েক মাস লেগে যাবে। ইতিপূর্বে পার্ক দুই দফা ক্ষমা চেয়েছেন। তাকে ঘিরে সৃষ্টি হওয়া রাজনৈতিক সংকট তার মন ভেঙে দিয়েছে বলেও দাবি করেছিলেন। কিন্তু বরাবরই পদত্যাগে অস্বীকৃতি জানিয়েছেন। পার্ক বলেন, পার্লামেন্টের ওপরই আমার ভবিষ্যতের সব কিছু ছেড়ে দিয়েছি। এমন কী আমার মেয়াদ সংক্ষিপ্ত করে আনার বিষয়টিও। তিনি ক্ষমতার শূন্যতার সংকট সৃষ্টি হোক তা চান না বলেও জানিয়েছেন। কবরে বলা হয়, পার্ককে অভিশংসনের মুখোমুখি করা হবে কিনা এ ব্যাপারে গেল শুক্রবার দেশটির পার্লামেন্টে আলোচনা হওয়ার কথা ছিল। বিরোধীদলগুলো জানিয়েছে, অভিশংসনের সিদ্ধান্তে পৌঁছানোর আগেই প্রেসিডেন্টের উচিত সম্মানের সঙ্গে ক্ষমতা থেকে সরে যাওয়া। যদি পার্ক পদত্যাগ করেন অথবা অভিশংসনের মাধ্যমে তাকে সরিয়ে দেয়া হয় তবে দক্ষিণ কোরিয়ার সংবিধান অনুযায়ী ৬০ দিনের মধ্যে অবশ্যই ভোটের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করতে হবে। মধ্যবর্তী এ সময়ে প্রধানমন্ত্রী দেশের নেতৃত্ব দেবেন।  বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ