Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রের আরো ৫ লাখ কূটনৈতিক নথি প্রকাশ করল উইকিলিকস

| প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিকল্প সংবাদমাধ্যম উইকিলিকস যুক্তরাষ্ট্রের আরো ৫ লাখ নথি ফাঁস করেছে। ফাঁস করা এসব নথি ১৯৭৯ সালের। এসব নথিতে ইরানের বিপ্লব, মক্কা দখল সংক্রান্ত মার্কিন কূটনৈতিক নথি রয়েছে। ‘ক্যাবলগেট’-র ছয় বছরপূর্তি উপলক্ষে মোট ফাঁস করা নথি সংখ্যা ৫ লাখ ৩১ হাজার ৫২৫। এক বিবৃতিতে উইকিলিকসেরসহ প্রতিষ্ঠাতা ও সম্পাদক জুলিয়ান অ্যাসাঞ্জ জানিয়েছেন, আধুনিক যুগের ইয়ার জিরো বলে যদি কিছু কোনো বছরকে বিচার করতে হয় তাহলে তা হবে ১৯৭৯ সাল। প্রসঙ্গত, ইয়ার জিরো বলতে কোনো জাতির সংস্কৃতি, অর্থনীতি সবকিছু বিপ্লবের মাধ্যমে ধ্বংসের ফলে নতুন সৃষ্টির সময়কে বোঝানো হয়। বিবৃতিতে অ্যাসাঞ্জ জানান, ১৯৭৯ সালে মধ্যপ্রাচ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। তার মধ্যে রয়েছে ইরানের বিপ্লব, সউদী আরবে ইসলামী গণজাগরণ, ইসরাইল-মিসর ক্যাম্প ডেভিড চুক্তি। এসব ঘটনা যে শুধু শক্তির ভারসাম্য বদলে দিয়েছিল তা নয় বরং তেল, জঙ্গি ইসলাম ও বিশ্বের সম্পর্কের গতিপথ পাল্টে দিয়েছিল। অ্যাসাঞ্জ বলেন, মক্কায় গণবিদ্রোহ সউদী আরবের ওয়াহা বিবাদের দিকে চূড়ান্তভাবে নিয়ে যায়। এতে ইসলামিক মৌলবাদের বিকাশ ও সউদী-মার্কিন জোট আফগানিস্তানকে অস্থিতিশীল করে তোলে। বিবৃতিতে বলা হয়, ১৯৭৯ সালেই আফগানিস্তান আক্রমণ করে সোভিয়েত ইউনিয়ন আক্রমণ। অপারেশন সাইক্লোনের নামে বিলিয়ন ডলার মুজাহিদিনদের পেছনে ব্যয় করে সিআইএ। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ