Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে বাতিল নোট জমা দেয়ার তারিখ বাড়ছে না

| প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রুপির বাতিল ঘোষিত নোট ব্যাংকে জমা দেয়ার তারিখ বাড়ানো হবে না বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ভারত সরকার। সেইসঙ্গে কালোটাকা জমা দেয়ার উপায়ও বাতলে দেয়া হয়েছে। দুর্নীতি ও কালোটাকার বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে ৮ নভেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুরাতন ৫০০ ও ১০০০ রুপির নোট অকার্যকর ঘোষণা করেন। পুরাতন নোট ব্যাংকে জমা দিয়ে নতুন নোট নেয়ার জন্য ৩০ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়। এ সময়সীমার মধ্যেই বাতিল নোট ব্যাংকে জমা পড়তে হবে বলে জানানো হয়েছে। তবে কালোটাকা কীভাবে জমা দেয়া যাবে সে বিষয়ে তখন কিছু জানানো হয়নি। অর্থমন্ত্রী অরুণ জেটলি এ সংক্রান্ত একটি প্রস্তাব লোকসভায় উত্থাপন করেন সম্প্রতি। প্রস্তাবে বলা হয়, ৫০ শতাংশ অর্থ ফেরত পাবে এই শর্তে কালো টাকা ব্যাংকে জমা দেয়া যাবে। যদিও যথানিয়মে ফেরত পাওয়া অর্থের কর দিতে হবে। তবে ফেরত পাওয়া ৫০ শতাংশ অর্থের পুরোটা এখনই ব্যবহার করা যাবে না। ওই অর্থের ২৫ শতাংশ প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ খাতে যাবে এবং আগামী চার বছর সরকার ওই অর্থ ব্যবহার করবে। এ অর্থ কৃষি ও অবকাঠামোগত উন্নয়নে ব্যবহার করা হবে। চার বছর পর মালিক অর্থ ফেরত পাবে। এজন্য কোনো সুদ তাকে দেয়া হবে না। বাকি ২৫ শতাংশ অর্থ মালিক এখনই ব্যবহার করতে পারবে। যদি কালোটাকার মালিক সরকারের এই শর্ত না মানে তবে তার জমা দেয়া অর্থের ৮৫ শতাংশ কর এবং শাস্তি হিসেবে কেটে নেয়া হবে। এনডিটিভি।  



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ