Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্পিনারদের অনন্য কীর্তিতে উইন্ডিজকে গুঁড়িয়ে দিল ভারত

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২২, ৫:৫১ এএম | আপডেট : ৫:৫৫ এএম, ৮ আগস্ট, ২০২২

উইন্ডিজ সফরে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে রোববার ভারতের জয় ৮৮ রানে। 

ফলে পাঁচ ম্যাচের সিরিজ ভারত জিতে নিল ৪-১ ব্যবধানে

 

ফ্লোরিডার লডারহিলে ১৮৮ রানের পুঁজি গড়ে ওয়েস্ট ইন্ডিজকে তারা গুটিয়ে দিয়েছে স্রেফ ১০০ রানে।

 

এই সংস্করণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রানের দিক দিয়ে ভারতের সবচেয়ে বড় জয় এটি। ২০১৮ সালে দেশের মাটিতে ৭১ রানে জয় ছিল আগের রেকর্ড।

 

ক্যারিবিয়ানদের ১০ উইকেটই নেন ভারতের স্পিনাররা। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে প্রথমবার ঘটল এমন কিছু।

 

 

লেগ স্পিনার রবি বিষ্ণই ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১৬ রানে নেন সর্বোচ্চ ৪ উইকেট। বাঁহাতি রিস্ট স্পিনার কুলদিপ যাদব ১২ রানে ও বাঁহাতি স্পিনার আকসার প্যাটেল ১৫ রানে নেন ৩টি করে উইকেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ