মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইমাম খোমেনি রিলিফ ফাউন্ডেশন চলতি ইরানি ক্যালেন্ডার বছরের (যা শেষ হবে ২১ মার্চ ২০২৩) শেষ নাগাদ বঞ্চিত গ্রামীণ বাসিন্দাদের জন্য ৩২ হাজার ঘর নির্মাণ করবে।
ফাউন্ডেশনের প্রধান সৈয়দ মোর্তেজা বখতিয়ারি বলেছেন, আগামী ইরানি বছরের (২১ মার্চ ২০২৩ থেকে যা শুরু হবে) বাজেট বিলে সুবিধাবঞ্চিতদের আবাসন প্রদানে মোট ২৫ ট্রিলিয়ন রিয়াল (প্রায় ৯২ মিলিয়ন ডলার) প্রস্তাব করা হয়েছে।
‘জাতীয় আবাসন পরিকল্পনা’ এর অধীনে ইমাম খোমেনি রিলিফ ফাউন্ডেশনকে ৩ লাখ ৬০ হাজার আবাসন ইউনিট নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে, যার মধ্যে ১ লাখ ২০ হাজার গ্রামে এবং ২ লাখ ৪০ হাজার ইউনিট শহরে নির্মিত হবে।
সূত্র: তেহরান টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।