Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বঞ্চিতদের জন্য ৩২ হাজার ঘর বানাবে ইরান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২২, ১১:২৯ পিএম

ইমাম খোমেনি রিলিফ ফাউন্ডেশন চলতি ইরানি ক্যালেন্ডার বছরের (যা শেষ হবে ২১ মার্চ ২০২৩) শেষ নাগাদ বঞ্চিত গ্রামীণ বাসিন্দাদের জন্য ৩২ হাজার ঘর নির্মাণ করবে।

ফাউন্ডেশনের প্রধান সৈয়দ মোর্তেজা বখতিয়ারি বলেছেন, আগামী ইরানি বছরের (২১ মার্চ ২০২৩ থেকে যা শুরু হবে) বাজেট বিলে সুবিধাবঞ্চিতদের আবাসন প্রদানে মোট ২৫ ট্রিলিয়ন রিয়াল (প্রায় ৯২ মিলিয়ন ডলার) প্রস্তাব করা হয়েছে।

‘জাতীয় আবাসন পরিকল্পনা’ এর অধীনে ইমাম খোমেনি রিলিফ ফাউন্ডেশনকে ৩ লাখ ৬০ হাজার আবাসন ইউনিট নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে, যার মধ্যে ১ লাখ ২০ হাজার গ্রামে এবং ২ লাখ ৪০ হাজার ইউনিট শহরে নির্মিত হবে।

সূত্র: তেহরান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ