মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর আদানায় গত মঙ্গলবার একটি স্কুল ছাত্রাবাসে অগ্নিকা-ে ১২ জন নিহত হয়েছেন। এ অগ্নিকা-ে আরো ২২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জনই ছাত্রী। নিহত সব শিক্ষার্থীর বয়স ১৪ কিংবা তার নিচে। তুরস্কের বার্তা সংস্থা আন্দালু এ খবর নিশ্চিত করেছে। ছাত্রাবাসটিতে ৩৪ শিক্ষার্থী থাকতেন বলে জানা গেছে কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীরা আগুন থেকে পালাতে দরজা খোলার চেষ্টা করেছিলেন। কিন্তু দরজা খোলা না যাওয়ায় এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। আদানার গভর্নর মাহমুদ দেমিরতাস বলেন, এ পর্যন্ত ১২টি লাশ উদ্ধার করা হয়েছে। আহত ২২ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। বৈদ্যুতিক সংযোগে ত্রুটির কারণে আগুন লাগতে বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার পর আত্মরক্ষার্থে ভবন থেকে লাফ দিয়ে পড়ে কয়েকজন আহত হয়। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।