মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার রাজনৈতিক ধকল কাটিয়ে উঠতে না উঠতেই ব্রিটেনের অর্থনীতিতে তার নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। এ ফলে দেশতজুড়ে উদ্বেগ বাড়ছে। খবরে বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে আসার পরিপ্রেক্ষিতে দেশটিতে ভোক্তারা উৎকণ্ঠিত হয়ে পড়েছে। ব্রেক্সিটের কারণে ধস নেমেছে দেশটির অর্থনীতিতে। জিএফকে’র দীর্ঘমেয়াদি ভোক্তা সূচক সকল ক্ষেত্রে নভেম্বরে নেমে গেছে পাঁচ পয়েন্ট। বেসরকারি বিনিয়োগ কমে গেছে। সাধারণ অর্থনৈতিক সূচক নেমে গেছে ছয় পয়েন্ট, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৯ পয়েন্ট কম।
আগামী ১২ মাসে সাধারণ অর্থনৈতিক প্রত্যাশা সূচক পাঁচ পয়েন্ট নেমে গেছে, যা ২০১৫ সালের নভেম্বরের তুলনায় ১৬ পয়েন্ট কম। জিএফকে’র প্রধান বাজার বিশ্লেষক জো স্টাটন বলেন, আমাদের নিজস্ব অর্থনৈতিক পরিস্থিতি এখনো ইতিবাচক পর্যায়ে থাকলেও, ভোক্তাদের আস্থা ক্রমশ কমে যাচ্ছে, যা আগামীতে ব্রিটিশ অর্থনীতিকে নি¤œদিকে নিয়ে যাবে। গত ১২ মাস ধরে পর্যবেক্ষণ করে আমরা এমন ধারণাই পেয়েছি। তিনি বলেন, আগামী ১২ মাসে অভ্যন্তরীণ প্রবৃদ্ধি শক্ত অবস্থানে থাকলেও ব্রেক্সিটের এ নেতিবাচক প্রভাবটি ব্রিটিশ অর্থনীতিতে স্পষ্ট হয়ে উঠেছে। গত জুনে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে আসার পক্ষে ভোটের পরই দেশটির অর্থনীতিতে নি¤œমুখী এ প্রবণতা শুরু হয়। অনেকেই বলছেন, ব্রিটিশ অর্থনীতি নিয়ে তারা উৎকণ্ঠায় থাকলেও সময়ই বলে দেবে এটি সঠিক না ভুল ধারণা ছিল। স্কাই নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।