Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

৯ বছর পর জিম্বাবুয়ের সাথে লজ্জার ওয়ানডে সিরিজ হার বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২২, ৯:৩০ পিএম | আপডেট : ৯:৪৯ পিএম, ৭ আগস্ট, ২০২২

টি-টোয়েন্টি সিরিজ হারের পর দীর্ঘ ৯ বছর পরে জিম্বাবুয়ের সাথে ওয়ানডেও লজ্জার সিরিজ হার বাংলাদেশের। এর আগে ২০১৩ সালে জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজ হেরেছিল মুশফিকরা।

দ্বিতীয় ম্যাচে রাজা-চাকাভার জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশকে ৫ উইকেটে হারায় স্বাগতিকরা।

৪৭.৩ ওভারে ৫ উইকেটে জয় নিশ্চিত করে জিম্বাবুয়ে।

সফরে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারের পর এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল জিম্বাবুয়ে।  দ্বিতীয় ম্যাচে রাজা-চাকাভার জোড়া সেঞ্চুরি করেন।

বাংলাদেশের বিপক্ষে টানা দ্বিতীয় সেঞ্চুরি পেলেন সিকান্দার রাজা। আগের ম্যাচে অপরাজিত ১৩৫ রানের পর রোববার দ্বিতীয় ম্যাচেও সেঞ্চুরি পেয়েছেন তিনি। ১১৫ বলে সাত বাউন্ডারি ও ৪টি ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন রাজা। 

রাজার পর সেঞ্চুরি তুলে নেন ক্যাপ্টেন চাকাভা। ৭৩ বলে ১০ বাউন্ডারি ও দুই ছক্কায় ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন রেজিস চাকাভা।

ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পর ব্যক্তিগত ১০২ রান করে মিরাজের বলে তামিম ইকবালের হাতে ক্যাচ দেন। সেই সাথে ভেঙে যায় তাদের ১৬৯ বলে ২০১ রানের জুটি।

তবে সিকান্দার রাজা ১২৭ বলে ৮ বাউন্ডারি ও চারটি ছক্কায় ১১৭ রান করে অপরাজিত থাকেন। এছাড়া টনি মুনিয়োঙ্গা ১৬ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলে অপাজিত থাকেন।


এর আগে রোববার হারের স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারীত ৫০ ওভারে ৯ উইকেটে ২৯০ রান তোলে বাংলাদেশ। দলের পক্ষে ওপেনার তামিম ৫০ ও মাহদুদউল্লা রিয়াদ সর্বোচ্চ ৮০ রান করেন।

উল্লেখ্য’সিরিজের প্রথম ওয়ানডে ৩০৩ রান তুলেও ৫ উইকেটে হেরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০তে পিছিয়ে আছে টাইগাররা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ