Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষসম্মেলনে তুরস্ক অংশ নিতে পারে: এরদোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২২, ৯:২৮ পিএম

সেপ্টেম্বরে উজবেকিস্তানে অনুষ্ঠেয় সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষসম্মেলনে তুরস্ক অংশগ্রহণ করতে পারে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগানের বরাত দিয়ে তুর্কি গণমাধ্যমগুলো শনিবার এ খবর দিয়েছে।

এরদোগান রাশিয়া সফরের পর তুর্কি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাত্কারে বলেন, তুরস্ক এসসিও-র সদস্যদেশসমূহ, পর্যবেক্ষক রাষ্ট্রসমূহ, ও সংলাপ-অংশীদারদের সাথে একত্রিত হওয়ার আশা রাখে। বিশেষ কোনো পরিস্থিতি না-থাকলে, তিনি নিজেই সম্মেলনে যোগ দেবেন।

উল্লেখ্য, তুরস্ক বর্তমানে সাংহাই সহযোগিতা সংস্থার সংলাপ-অংশীদার। চলতি বছরের ১৫ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত উজবেকিস্তানে এসসিও শীর্ষসম্মেলন অনুষ্ঠিত হবে। সূত্র: গ্লোবাল টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ