Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘এক চীননীতি’ মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছে যে দেশগুলো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২২, ৯:২৭ পিএম

সম্প্রতি বিভিন্ন দেশের সরকার মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির কথিত তাইওয়ান সফরের নিন্দা করেছে এবং ‘এক চীননীতি’র মেনে চলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সম্প্রতি বলেছেন, তাইওয়ান সমস্যায় মিসরের অবস্থান দৃঢ় ও অপরিবর্তনীয়। মিসর দৃঢ়ভাবে ‘এক চীননীতি’-তে অবিচল থাকবে। এই নীতি বিশ্বের নিরাপত্তা ও স্থিতিশীলতা সুরক্ষার ক্ষেত্রে সহায়ক।

সার্বিয়ার পার্লামেন্টের স্পিকার ভ্লাদিমির অরলিক সম্প্রতি বলেছেন, তার দেশ ‘এক চীননীতি’ অনুসরণ করে যাবে। সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার যে-কোনো ইস্যুতে সার্বিয়া চীনকে সমর্থন দিয়ে যাবে।

সোমালিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সোমালিয়ার সরকার সার্বিকভাবে চীনের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতাকে সমর্থন করে। সোমালিয়া ‘এক চীননীতি’-তেও অবিচল থাকবে।

নেপালী পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নেপাল দৃঢ়ভাবে ‘এক চীন’ নীতিতে অবিচল থাকে। নেপাল ও চীন পরস্পরের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতাকে সমর্থন করে যাবে।

এ ছাড়াও, মধ্য আফ্রিকা, নিরক্ষীয় গিনি, লাইবেরিয়া, আলজেরিয়া, ফিলিপিন্স, ইরাক, বাংলাদেশ, মাদাগাস্কার, জর্ডান, ক্যামেরুন, গিনি, বুরকিনা ফাসো, গ্রেনাডা ও সিয়েরা লিওনও ‘এক চীননীতি’র প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে। সূত্র: সিআরআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ